:- নীতিবিদ্যা মূলত তাত্ত্বিক যেখানে নৈতিক সমাজতাত্ত্বিক জ্ঞানগত আলোচনাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। কিন্তু তার ব্যবহারিক দিকটিকে উপেক্ষা করা যায় না। এই দিকের প্রতি গুরুত্ব আরোপ করে আধুনিককালের ব্যবহারিক নীতিবিদ্যা উদ্ভব ঘটে।যেখানে মানবাধিকার মানুষের ব্যবহারিক জীবনে সমস্যা পরিবেশ সংক্রান্ত নৈতিক আলোচনাকে গুরুত্ব দেয়া হয়।প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের শুধুমাত্র ন্যায়-নীতি মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে হয়না, সকলের দৃষ্টিভঙ্গি থেকে তা বিচার করে দেখা প্রয়োজন।এই ধরনের দৃষ্টিভঙ্গি প্রাচীন কালের সাবেকি নীতিবিদ্যা গুরুত্বসহকারে আলোচিত না হলেও তা একেবারেই উপেক্ষিত ছিলনা। প্লেটো , হিউম মানব পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোকপাত করে গেছেন। সে কারণে বলা যায় সম্প্রতিকালে পরিবেশগত নীতিবিদ্যা সাবেকি নীতিবিদ্যার ব্যবহারিক দিকের পুনরুজ্জীবন মাত্র।
books
books
No comments:
Post a Comment