দরিদ্রকে হত্যা না করা হত্যা সমতুল্য, পিটার সিঙ্গারের এই অভিমত ব্যাখ্যা করা?

:-  পিটার সিঙ্গার এর মতে সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে হলে সমাজের প্রতি প্রত্যেকের কিছু দায়-দায়িত্ব পালন করা প্রয়োজন।শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করলে তা কখনো সামাজিক সাম্য প্রতিষ্ঠা করে না বরং সামাজিক বৈষম্য কে আরও দীর্ঘ করে তুলে। অধিকার ভোগ করতে হলে নীতিগতভাবে কিছু কর্তব্য পালন করা আবশ্যক।কোন দরিদ্র ব্যক্তিকে সাহায্য না করে আমি যদি নিজের ভোগবিলাসের অর্থ অপচয় করি তাহলে তা ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য অন্য ব্যক্তিকে হত্যা করার সমতুল্য বলে মনে হয়। এই কারণেই পিটার সিঙ্গার বলেন দরিদ্র দুর্দশাগ্রস্ত ব্যক্তি কে সাহায্য না করা  তার সমতুল্য।

Madhyamik Jibanbigyan Sahayika Saral Madhyamik Jibanbigyan Sahayika

No comments:

Post a Comment

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি??

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি?? :-    শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য বা লক্ষ্য দুটি- ১:  অপরাধী অপরাধ মূলক ক্রিয়া সম্পাদনের মাধ্যমে তার চরি...