শাস্তি প্রদানের উদ্দেশ্য কি??

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি??
:-    শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য বা লক্ষ্য দুটি-

১:  অপরাধী অপরাধ মূলক ক্রিয়া সম্পাদনের মাধ্যমে তার চরিত্রের যে নৈতিক অধঃপতন ঘটে তা সমাজকেও কুলুষিত করে এই নৈতিক অধঃপতন রোধ করার জন্য অপরাধীকে শাস্তি দেওয়া প্রয়োজন।



২:- অপরাধমূলক কাজ সামাজিক আইন শৃঙ্খলা কে লংঘন করে।সামাজিক আইন সামাজিক আইন শৃংখলার সব মহিমা বজায় রাখতে হলে অপরাধীর অপরাধ অনুসারে শাস্তিবিধান আবশ্যক।

No comments:

Post a Comment

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি??

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি?? :-    শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য বা লক্ষ্য দুটি- ১:  অপরাধী অপরাধ মূলক ক্রিয়া সম্পাদনের মাধ্যমে তার চরি...