নৃ কেন্দ্রিক এবং অনৃ কেন্দ্রিক মতবাদের পার্থক্য লেখ?

নৃ কেন্দ্রিক এবং অনৃ কেন্দ্রিক মতবাদের পার্থক্য লেখ?
:- মানুষের নানা প্রয়োজনে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হচ্ছে,যার পরিণতিতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে কিন্তু মানুষের অস্তিত্ব কে বাঁচিয়ে রাখতে হলে প্রাকৃতির প্রতি কিছু দায়িত্ব পালন প্রয়োজন।প্রাকৃতিক সম্পদকে সংযত ভাবে ব্যবহার করা উচিত ।এই ধরনের দৃষ্টিভঙ্গির পরিপেক্ষিতে উদ্ভব ঘটেছে তাকে নৃ কেন্দ্রিক নীতিবিদ্যা বলে। এ ধরনের নীতিশাস্ত্র মনে করেন মানুষের জীবন মানুষের অস্তিত্বের জন্য ই প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা উচিত।


                           অপরের দৃষ্টিভঙ্গি অনুসারে বলা হয় প্রকৃতি বা পরিবেশের প্রতি আমাদের নিঃস্বার্থ কিছু দায়িত্ব কর্তব্য আছে নিজও নিজও স্বার্থের বিবেচনাতে বা শুধুমাত্র মানবজাতির কল্যাণ এর জন্য নয়। সমতামূলক কর্তব্য বাদী দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশের প্রতি কর্তব্য পালন করা উচিত। এ ধরনের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা নীতিশাস্ত্র হল অনৃ কেন্দ্রিক নীতিশাস্ত্র।

No comments:

Post a Comment

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি??

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি?? :-    শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য বা লক্ষ্য দুটি- ১:  অপরাধী অপরাধ মূলক ক্রিয়া সম্পাদনের মাধ্যমে তার চরি...