স্বধর্ম পরধর্ম কী?

স্বধর্ম পরধর্ম কী?
:-  ভারতীয় নীতিশাস্ত্রের চতুর্বর্ণ প্রথা প্রচলিত বর্ণাশ্রম অনুযায়ী প্রত্যেক বর্ণের সুনির্দিষ্ট কর্তব্যকর্ম রয়েছে। যেমন ব্রাহ্মণের কর্তব্য কর্মযজ্ঞ,পূজার্চনা ক্ষত্রিয়দের কর্তব্য কর্ম জাতিকে রক্ষা ও দেশ পরিচালনা করা। এইভাবে কর্তব্য কর্ম সম্পাদন করায় হল স্বধর্ম।

                            চতুর্বর্ণের বিধান অনুযায়ীপরিচালিত না হয়ে সাধারণ ভালো-মন্দ সুখ-দুঃখের পরিপেক্ষিতে কর্ম সম্পাদনের মাধ্যমে ধর্ম পালন করা হলো পরধর্ম।


                           আবার কোন কোন ভারতীয় নীতি তাত্ত্বিক মনে করেন বেদ বিহিত কর্ম সম্পাদন করাই হলো স্বধর্ম আর বেদ নিষিদ্ধ কর্মসম্পাদন করাই হলো পরধর্ম।

No comments:

Post a Comment

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি??

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি?? :-    শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য বা লক্ষ্য দুটি- ১:  অপরাধী অপরাধ মূলক ক্রিয়া সম্পাদনের মাধ্যমে তার চরি...