মানবাধিকার কি?

মানবাধিকার কি?
:-1948 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে বলা হয়েছে- সাধারণভাবে মানুষ তার গুণাবলী, বুদ্ধি ,প্রতিবাদ আতিক বিশ্বাস ঘটানোর জন্য সে সকল অধিকার সকলে ভোগ করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সে সকল সহজাত সর্বজনীন অধিকার মানুষকে দেওয়া প্রয়োজন সেগুলো মানবাধিকার।দুর্গাদাস বসুর মতে মানবাধিকার হল সেইসব ন্যূনতম অধিকার যেগুলি মনুষ্য পরিবারের একজন সদস্য হিসেবে প্রতিটি ব্যক্তি রাষ্ট্র বা  অন্য সরকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোগ করে থাকে।যুগ যুগ ধরে বিভিন্ন দার্শনিক সমাজ সংস্কার রাষ্ট্রচিন্তাবিদ মানবাধিকারের জন্য সংগ্রাম করেছেন। এভাবে মানুষের স্বভাবগত সহজাত অধিকার গুলি ধীরে ধীরে মানবাধিকারের রূপলাভ করেছে।

No comments:

Post a Comment

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি??

শাস্তি প্রদানের উদ্দেশ্য কি?? :-    শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য বা লক্ষ্য দুটি- ১:  অপরাধী অপরাধ মূলক ক্রিয়া সম্পাদনের মাধ্যমে তার চরি...